Thursday, December 26, 2024

বালিয়াকান্দিতে নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করে দেওয়ালে পোস্টার সাটানোর হিড়িক

আগামী ২৮ নভেম্বর রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার ৭ টি ইউনিয়ন পরিষদ নির্বাচন। এ নির্বাচনে গত ১২ নভেম্বর প্রতিক বরাদ্দের পর থেকে ইসলামপুর, বহরপুর, নবাবপুর, নারুয়া, জঙ্গল, বালিয়াকান্দি, জামালপুর ইউনিয়নের চেয়ারম্যান, সাধারণ সদস্য, সংরক্ষিত আসনের সদস্য প্রার্থীরা তাদের প্রতীকের পোষ্টার সাটানোর পুরোদমে চলছে।
বিভিন্ন ইউনিয়নে ঘুরে দেখাগেছে, নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করে আঠা দিয়ে টিনের বেড়া,দেওয়ালেসহ বিভিন্ন স্থাপনায় পোস্টার সাটাচ্ছে।আবার কেউ কেউ রশির সাথে টাঙাচ্ছেন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ( ভারপ্রাপ্ত) মোঃ হাসিবুল হাসান বলেন, আচরণ বিধি লঙ্ঘন করলে মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানাসহ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here