Thursday, January 23, 2025

বালিয়াকান্দিতে প্রতারণা মামলায় সুদে কারবারী লুৎফর গ্রেফতার

মোঃ আমিরুল হক: রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের বেরুলী গ্রামের মৃত কফিলউদ্দীন শেখের ছেলে এলাকার সুদে কারবারী লুৎফর শেখ (৫৫), মঙ্গলবার রাতে থানা পুলিশের হাতে গ্রেফতার হয়েছে।

বালিয়াকান্দি থানা সূত্রে জানা গেছে, উপজেলার নাবাবপুর ইউনিয়নের দেলুয়া গ্রামের জহুরুল ইসলামের ছেলে শাহীনকে ভূমি মন্ত্রণালয়ে চাকুরী দিবে বলে ১৯সালের ডিসেম্বর মাসে সাত লাক্ষ টাকা হাতিয়ে নিয়েছে সুদে কারবারী লুৎফর শেখ ও তার ছেলে জুলহাস শেখ ওরফে জুয়েল। জহুরুল ইসলাম ও তার স্ত্রী শাহানাজ বেগমের ছেলেকে চাকুরী দেওয়ার কথা বলেন প্রতারকদ্বয়। পরে চাকুরী না দিতে পারায় দেওয়া নগত ৭ লাক্ষ টাকা ফেরৎ চাহিলে, প্রতারকদ্ব বিভিন্ন টালবাহানার কথা বলে সময় কাটাতে থাকেন। এক পর্যায়ে এই ঘটনায় জহুরুল ইসলামের স্ত্রী শাহানাজ বেগম বাদী হয়ে বালিয়াকান্দি থানায় বাবা ও ছেলের বিরুদ্ধে ১৪নং মামলা দায়ের করেন। মামলার প্রেক্ষিতে তদন্তকারী কর্মকর্তা এস আই রাজিবুল ইসলামসহ সঙ্গীয় ফোর্স অভিযান পরিচালনা করে লুৎফর শেখকে তার নিজ বাড়ী থেকে গ্রেফতার করলেও তার ছেলে জুলহাস শেখ জুয়েল পালিয়ে যায়। বুধবার সকালে আসামীকে রাজবাড়ী আদালতে প্রেরণ করা হয়েছে।

 

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here