Sunday, December 22, 2024

বালিয়াকান্দিতে প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে সরকারী জমি দখল করে পাকা স্থাপনা নির্মাণ

  • রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার জঙ্গল ইউনিয়নের সমাধিনগর বাজারে প্রশাসনের নির্দেশ অমান্য করে সরকারি খাস জমি দখল করে পাকা স্থাপনা নির্মাণ কাজ চালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। এ স্থাপনাটি নির্মাণ করছেন উপজেলার সমাধিনগর গ্রামের নারায়ন দাসের ছেলে নিরব কুমার দাস।

জানাগেছে, দীর্ঘদিন ধরে নিরব দাস সমাধিনগর বাজার এলাকায় নিজের জমির পাশাপাশি সরকারী জমি দখল করে পাকা স্থাপনা নির্মাণ কাজ চালিয়ে আসছিল। বারংবার জঙ্গল ইউনিয়ন ভুমি অফিসের কর্মকর্তারা গিয়ে নিষেধ করা সত্বেও কাজ চালিয়ে যায়। পরে উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মোঃ হাসিবুল হাসান সরেজমিনে গিয়ে নির্মাণ কাজ বন্ধ করাসহ সরকারী জমিতে উত্তোলনকৃত পাকা স্থাপন ভেঙ্গে নেওয়ার নির্দেশ প্রদান করে। এ নির্দেশ উপেক্ষা করে নতুন করে কাজ চালিয়ে যাচ্ছে।
সমাধিনগর বাজারের কয়েকজন ব্যবসায়ী বলেন, প্রশাসনের নির্দেশ উপেক্ষা করে কিভাবে ঘর করে। এ বাজারে তার আরো কয়েকটি ঘর আছে। সে নাকি ভুমিহীন সার্টিফিকেট নিয়ে লীজের জন্যও আবেদন করেছেন। বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণের দাবী জানাচ্ছি।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ হাসিবুল হাসান বলেন, ঘর উত্তোলনকারীর বিরুদ্ধে অফিসিয়ালী ভাবে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here