Monday, December 23, 2024

বালিয়াকান্দিতে বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড পরিদর্শন করলেন জেলা প্রশাসক আবু কায়সার খান

মোঃ আমিরুল হক: রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা প্রশাসনের আয়োজনে (১২ সেপ্টেম্বর) সোমবার সকালে ইসলামপুর ইউনিয়নের রাজধরপুর উচ্চ বিদ্যালয়ে শিক্ষার গুনগত মান উন্নয়নের লক্ষে আভিভাবক ও শিক্ষার্থীদের সাথে মতবিনিময়, ভূমি অফিস, ইউনিয়ন পরিষদ ও সাবলম্বী সরকারী প্রথমিক বিদ্যালয় পরিদর্শন করেছেন রাজবাড়ী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু কায়সার খান।

পরে উপজেলার নবাবপুর ইউনিয়নের ইন্দুরদী গ্রামে মুজিববর্ষের “ক” তালিকাভুক্ত ভূমিহীনদের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া উপহার ২৪টি ঘরের নির্মাণ কাজ পরিদর্শন করাসহ গাছের চারা রোপন ও সহকারী কমিশনার (ভূমি) অফিস পরিদর্শন করেন।

পরে উপজেলা সমাজ সেবা অধিদপ্তরের উদ্দ্যোগে ১৭টি ভিক্ষুক পরিবারের মঝে ২টি করে ছাগল ও নগদ অর্থ বিতরণের উদ্বোধন শেষে উপজেলা পরিষদ হল রুমে উপজেলা নির্বাহী কমকর্তা আম্বিয়া সুলতানার সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন রাজবাড়ী জেলা প্রশাসক আবু কায়সার খান। এ সময় উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, উপজেলা ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান মনির, থানার ওসি আসাদুজ্জামান, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা অজয় কুমার হালদার, উপজেলা প্রকল্প বাসতবায়ন কর্মকর্তা নাসরিন সুলতানা, বালিয়াকান্দি সদর ইউপি চেয়ারম্যান আলমগীর বিশ্বস, জামালপুর ইউপি চেয়ারম্যান এ.কে.এম ফরিদ হোসেন বাবু, নবাবপুর ইউপি চেয়ারম্যান বাদশা আলমগীর, ইসলামপুর ইউপি চেয়ারম্যান আহম্মদ আলী মাষ্টার, জঙ্গল ইউপি চেয়ারম্যান কল্লোল কুমার বসুসহ উপজেলার বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তাবৃন্দ,ও জনপ্রতিনিধিসহ সুধী সমাজের লোকজন উপস্থিত ছিলেন।

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here