রাজবাড়ীর বালিয়াকান্দিতে বিভিন্ন আইন বাস্তবায়নে মোবাইল কোর্টের অভিযানে ৫জনকে জরিমানা করা হয়েছে। ২৬শে অক্টোবর
মঙ্গলবার সকাল ১০ টায় রাজবাড়ীর সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ আসাদুজ্জামানের নেতৃত্বে বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের সোনাপুর বাজার ও বালিয়াকান্দি সদর বাজারে পেঁয়াজ রসুন আড়ত, মুদিখানা এবং হার্ডওয়ার গুলোতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
এ সময় অভিযানে সরকারী আইন মানা ও স্বাস্থ্য বিধি পালনে জনগনকে নির্দেশ দেওয়া হয়। অত্যাবশ্যকীয় পন্য নিয়ন্ত্রণ আইন১৯৫৬ এর সংশ্লিষ্ট ধারায় ১জন ব্যবসায়ীকে ১০ হাজার টাকা, পাটজাত পণ্য আইনে ২জনকে ৩ হাজার টাকা এবং মাতৃদুগ্ধ ও শিশু বিকল্প আইনে ২০১৩ এর সংশ্লিষ্ট ধারায় ১জন ব্যবসায়ীকে ৫ হাজার টাকা এবং ধুমপান ও তামাক জাত দ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০০৫ এর সংশ্লিষ্ট ধারায় ১জনকে ৫০০ টাকাসহ ১৮ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয় এবং সর্তক করা হয়। সহযোগিতায় প্রসিকিউটর পাট উন্নয়ন কর্মকর্তা মোঃ নাজিম ও জেলা স্যানিটারী ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক সূর্য্য কুমার প্রামানিক। শৃঙ্খলায় বালিয়াকান্দি থানার এএসআই মোঃ মামুনের নেতৃত্বে পুলিশের একটি টিম। পেসকার মোঃ শফিকুল ইসলাম রানা। জনস্বার্থে এ অভিযান অব্যহত থাকবে।