বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জেষ্ঠ্য পুত্র। এবার প্রথম ৭২তম জন্মবার্ষিকী রাজবাড়ীর বালিয়াকান্দিতে যথাযোগ্য মর্যাদার সাথে পালিত হয়েছে।
বৃহস্পতিবার (৫ আগষ্ট) সকালে বালিয়াকান্দি উপজেলা পরিষদ চত্বরে শেখ কামালের প্রতিকৃকিতে ফুলের শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন, উপজেলা পরিষদ ও প্রশাসন, পুলিশ প্রশাসন, বীরমুক্তিযোদ্ধা, উপজেলা ক্রিড়া সংস্থাসহ বিভিন্ন সরকারী দপ্তর ও প্রতিষ্ঠান ।
এ সময় উপস্থিত ছিলেন, বালিয়াকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মোঃ আবুল কালাম আজাদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা আম্বিয়া সুলতানা, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডার বীরমুক্তিযোদ্ধা আব্দুল মতিন ফেরদৌস, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান মনির, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান খোদেজা বেগম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আব্দুল হান্নান মোল্যা, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক এহসানুল হাকিম সাধন, হারুন অর রশিদ হারুন, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি নুর আহম্মেদ আল মাসুদ, উপজেলা শ্রমিকলীগের সভাপতি ইদ্রিস আলী ফকিরসহ উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।পরে উপজেলা পরিষদ অডিটরিয়ামে শেখ কামালের জন্মবার্ষিকীর আলোচনা সভা উপজেলা নির্বাহী অফিসার আম্বিয়া সুলতানার সভাপতিত্বে ভাচ্যুয়ালী ও অংশগ্রহণমুলক অনুষ্ঠিত হয়।