এস এম রাহাত ফারুক,বালিয়াকান্দিঃ রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার শুনাইকুরি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শেখ ছাদী (৫৮) সজনে গাছ থেকে পাড়ে মৃত্যু হয়েছে।
শেখ ছাদী বালিয়াকান্দি উপজেলার সদর ইউনিয়নের শালমাড়া গ্রামের মৃত মোতালেব শেখের ছেলে।
জানাযায়, (৩০ মার্চ)বুধবার সকালে বাড়ীর পাশে সজনে গাছ থেকে সজনে পারতে ওঠে,ডাল ভেঙ্গে মাটিতে পড়ে যায়,পরিবারের লোকজন আহত অবস্থায় বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ কমপ্লেক্স নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল হাসপাতালে রিফার্ড করে।নিয়ে যাওয়ার পথে মধ্যে মারাযায়। তার এই মৃত্যুতে উপজেলার সকল শিক্ষক বৃন্দ শোক প্রকাশ করেন।