Monday, December 23, 2024

বালিয়াকান্দিতে হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান ঐক্য পরিষদের পরিচিতি সভা

মোঃ আমিরুল হক: বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ,খ্রীষ্টান ঐক্য পরিষদ রাজবাড়ী বালিয়াকান্দি উপজেলা শাখার আয়োজনে গতকাল শনিবার সকালে নব-গঠিত কমিটির পরিচিতি ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন হেড কোয়াটার্স র‌্যাব ফোর্সেসের পরিচালক এ্যাডিশনাল ডি.আই,জি, চৌধুরী মনজুরুল কবির।

উপজেলার কেন্দ্রীয় মহাশ্বাশন চত্বরে ৭১সদস্য বিশিষ্ট কমিটির পরিচিতি ও মতবিনিময় সভায় নব-গঠিত কমিটির সভাপতি সুজয় কুমার পালের সভাপতিত্বে ও সধারণ সম্পাদক সঞ্জয় কুমার চৌধুরী রতনের পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, উপজেলা ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান মনির, বালিয়াকান্দি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মনিরুজ্জামান খান, বালিয়াকান্দি সদর ইউপি চেয়ারম্যান আলমগীর বিশ্বাস, জঙ্গল ইউপি চেয়ারম্যান কল্লোল কুমার বসু, কেন্দ্রীয় মন্দির কমিটির সভাপতি জগেশ চন্দ্র সমাদার, উপজেলা হিন্দু, বৌদ্ধ,খ্রীষ্টান ঐক্য পরিষদের সহ-সভাপতি অমিত কুমার সাহা, নিরুপম চৌধুরী শিবু প্রমুখ।

এ সময় উপজেলার বিভিন্ন ইউনিয়নের হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান ঐক্য পরিষদের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here