Monday, December 23, 2024

বালিয়াকান্দিতে হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

মোঃ আমিরুল হক ঃ রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় সদর ইউনিয়নে ১২ সেপ্টেম্বর সোমবার রাতে এসআই রাজিবুল ইসলাম এর নেতৃত্বে থানা পুলিশ অভিযান পরিচালনা করে মনিমুকুর কিন্ডারগার্টেনের সামনে হতে ১৫ পুড়িয়া হেরোইনসহ মাদক ব্যবসায়ী জলিল শেখ (৩৩)কে গ্রেফতার করে। সে বালিয়াকান্দি সদর ইউনিয়নের আমতলা গ্রামের মৃত করিম শেখের ছেলে।

বালিয়াকান্দি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ মনিরুজ্জামান খান জানান, উক্ত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে ইতোপূর্বে ও বিভিন্ন থানায় মাদক মামলা রয়েছে। যাহা বিজ্ঞ আদালতে বিচারাধীন।

তিনি আরো জানান জিজ্ঞাসাবাদে উক্ত আসামী মাদক বিক্রির কথা স্বীকার করেছে এবং তার দেওয়া তথ্যমতে আরো মাদক ব্যবসায়ীদের গ্রেফতারের জন্য অভিযান চলমান রয়েছে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী জলিল শেখকে গতকাল মঙ্গলবার সকালে রাজবাড়ী আদালতে প্রেরণ করা হয়েছে।

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here