জাতীয় সেবা ৩৩৩ এ ফোন করে রাজবাড়ীর বালিয়াকান্দিতে শতাধিক পরিবার পেল ত্রাণ সামগ্রী।
জানাগেছে, করোনা ভাইরাসের কারণে বেকার, অসহায়, হতদরিদ্রদের মাঝে সরকারী ভাবে ব্যাপক হারে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। বালিয়াকান্দি উপজেলার ৭টি ইউনিয়নে জনসংখ্যার ভিত্তিতে বরাদ্দ প্রদান করা হয়। পাশাপাশি জাতীয় সেবা ৩৩৩ এ ফোন করা ব্যক্তিদের তথ্য যাচাই করেও তাদেরকেও ত্রাণ প্রদান করা হয়।
ত্রাণ নিতে একজন ব্যক্তি বলেন, আমি অসহায় থাকার কারণে ৩৩৩ নম্বরে ফোন করে সাহায্যে কামনা করি। পরে পিআইও অফিস থেকে আমাকে ডেকে ত্রাণ প্রদান করেন।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাসরিন সুলতানা বলেন, বালিয়াকান্দি উপজেলার বিভিন্ন ইউনিয়নের বাসিন্ধা জাতীয় সেবা ৩৩৩ এ ফোন দিয়ে সাহায্যে চাওয়া প্রায় শতাধিক ব্যক্তিকে ত্রাণ প্রদান করা হয়েছে।