Thursday, December 26, 2024

বালিয়াকান্দির ইউপি নির্বাচনে নির্বাচিত সদস্য ও সংরক্ষিত আসনের সদস্যদের শপথ গ্রহণ

  • ইউনিয়ন পরিষদ নির্বাচন-২০২১ এ রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার ৭টি ইউনিয়নের নির্বাচিত সদস্য ও সংরক্ষিত আসনের সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ অডিটরিয়ামে শপথ বাক্য পাঠ করান উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ হাসিবুল হাসান।

শপথ অনুষ্ঠান শেষে বক্তৃতা করেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মোঃ আবুল কালাম আজাদ, বালিয়াকান্দি থানার ওসি তারিকুজ্জামান, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান মনির, মহিলা ভাইস চেয়ারম্যান খোদেজা বেগম, নবাবপুর ইউনিয়নের চেয়ারম্যান বাদশা আলমগীর, জামালপুর ইউনিয়নের চেয়ারম্যান একেএম ফরিদ হোসেন বাবু, জঙ্গল ইউনিয়নের চেয়ারম্যান কল্লোল কুমার বসু, বালিয়াকান্দি সদর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আলমগীর বিশ্বাস, ইসলামপুর ইউনিয়নের চেয়ারম্যান আহম্মদ আলী, সংরক্ষিত মহিলা সদস্য শিরিনা বেগম, সদস্য মহসীন খান প্রমুখ।
গত ২৮ নভেম্বর বালিয়াকান্দি উপজেলার ৭টি ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে ৬৩টি ওয়ার্ডের নবনির্বাচিত সদস্য ( মেম্বার), ২১জনটি সংরক্ষিত আসনের সদস্য ( মহিলা মেম্বার) নির্বাচিত হন।

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here