Monday, December 23, 2024

বালিয়াকান্দির ইন্দুরদী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন মোশারফ প্যানেল বিজয়ী

বালিয়াকান্দি সংবাদদাতাঃ রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের ইন্দুরদী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন মোশারফ হোসেন প্যানেল বিজয়ী হয়েছে।

(১১ জুন) শনিবার ইন্দুরদী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে ৯ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত এ নির্বাচনে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়।

পিজাইটিং অফিসারের দায়িক্ত পালন করেন উপজো মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কাজী এজাজ কায়সার,সহকারী শিক্ষা কর্মকর্তা মোঃ ফারুক হোসেন,উপজেলা একাডেমিক সুপার ভাইজার মিয়াদ হোসেন, নির্বিচনে ৪ জন অভিভাবক সদস্য ও ১জন সংরক্ষিত মহিলা সদস্য নির্বাচনের জন্য ২ টি প্যানেল ৫ জন করে মোট ১০ জন প্রার্থী অংশ গ্রহন করে। নির্বাচনে মো: মোশারফ হোসেন সমর্থিত প্যানেল থেকে অভিভাবক সদস্য হিসেবে ৪ জন বিজয়ী হয় তারা হলেন, ১/মো: সহিদুল ইসলাম ১৩৫, ২/মোঃ মাসুদ মোল্লা ১২২,৩/মো: সেলিম মন্ডল ১১৪ ভোট পেয়ে অভিভাবক সদস্য ও সংরক্ষিত মহিলা সদ্স্য হিসেবে ৪/ তানজিনা জামান ১২৭ ভোট পেয়ে নির্বাচিত হন ও মো: আতিয়ার রহমানের আতিক প্যানেল থেকে ১/আতিয়ার রহমান ১২২ ভোট পেয়ে অভিভাবক সদ্স্য নির্বাচিত হন। বিদ্যালয়ে ২৭৩ জন ভোটারের মধ্যে ২৬২ জন ভোটার ভোট প্রদান করে।

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here