মোঃ আমিরুল হক ঃ প্রধানমন্ত্রী ঘোষিত কোভিড ভ্যাকসিন প্রদান কর্মসূচীর একদিনে এক কোটি ভ্যাকসিন প্রদানের অংশ হিসেবে শনিবার রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়ন পরিষদ চত্ত্বরে ভ্যাকসিন প্রদান ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।
কোভিড ১৯ এর মহামারী থেকে দেশ ও জাতিকে রক্ষায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বিনা মূল্যে করোনা ভ্যাকসিন প্রদান শুরু করেন। দীর্ঘদিন যাবৎ চলে আসা এই কার্যক্রমকে পূর্ণাঙ্গ রূপ দিতে গতকাল ২৬ ফেব্রুয়ারী শনিবার সকাল ৯ টা থেকে প্রথম ডোজের ভ্যাকসিন প্রদান কার্যক্রম শুরু হয়। চলে বিকাল পর্যন্ত।
ক্যাম্প পরিচালক মোঃ আমিন হোসেন বলেন, আমরা সকাল ৯ টা থেকে টিকা দান কর্মসূচীর কাজ শুরু করেছি। চলবে বিকাল পর্যন্ত। মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত প্রথম ডোজের শেষ দিন নির্ধারণ করে ইতিমধ্যে উপজেলা নির্বাহী অফিসার সমগ্র উপজেলায় মাইকিং করিয়েছেন। ক্যাম্পে জনসাধারণের উপস্থিতিও অনেক। মানুষ তাদেন জাতীয় পরিচয়পত্র, জন্ম নিবন্ধন কার্ড, কেউ কেউ অনলাইন কার্ড নিয়ে টিকা গ্রহণ করছেন। যাদের কোনটিই নেই শুধুমাত্র নাম এবং মোবাইল নাম্বার দিয়ে টিকা প্রদান করছি।
ইসলৃমপুর ইউনিয়ন পরিষদ চত্ত্বর ক্যাম্পে টিকা গ্রহণ করতে আসা মোঃ আসলাম, আমিরুল, জালাল, তাহমিনা, নাসরিন, দিপ্তি বলেন, আমরা আগে এই টিকা নেওয়ার সুযোগ পাইনি। আজ শনিবার সকাল থেকে টিকা প্রদান করছে। এখানে আমরা টিকা নিয়ে স্বাচ্ছন্দবোধ করছি। এখানে যারা কোভিড ভ্যাকসিন প্রদান করছেন তারা খুবই সুন্দরভাবে মানুষের টিকা প্রদান করছেন।
ভ্যাকসিন প্রদানকালে ১নং ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহম্মদ আলী মাষ্টার, সদস্য মোঃ মোহন মল্লিক, মোঃ তোফাজ্জল হোসেন, কাজী মোঃ শাহিদুল ইসলাম (সাঈদ)সহ তথ্যসেবা কেন্দ্রর উদ্দোক্তাগণ উপস্থিত ছিলেন।