রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার বহরপুর বাজারের পল্লী চিকিৎসক রুবাইয়াত হাসান রুবেলের কুলখানী বুধবার দুপুরে বহরপুর স্কুল মার্কেট, মোহন মার্কেট, মিলন মার্কেটসহ আশপাশের ব্যবসায়ী ও বন্ধুমহলের উদ্দ্যোগে অনুষ্ঠিত হয়েছে।
কুলখানী অনুষ্ঠানে ইসলামী চিন্তা চেতনা ও আখেরাতের কামাই সম্পর্কে পবিত্র কোরআন থেকে আলোচনা করেন, বহরপুর বাজার রহমানিয়া হাফেজিয়া মাদ্রাসার মহতামীম মোঃ আবু বক্কার সিদ্দিক। তিনি আলোচনা করতে গিয়ে বলেন, কাল যারা এই পৃথিবীর বুকে বিচরণ করে বেড়িয়েছেন আজ তারা আমাদের মাঝে নাই। আর আজ আমরা আছি আগামী কাল থাকবো না। পৃথিবীতে প্রাণ নিয়ে যারাই জন্মগ্রহণ করেছে অবশ্যই অবশ্যই একদিন তাকে মৃত্যূর স্বাদ গ্রহণ করতেই হবে। তবে পৃথিবীতে থাকা অবস্থায় আখেরাতের পাথেয় কুড়িয়ে নিতে হবে। সঠিকভাবে নামাজ, রোজা পালন করতে হবে। যাদের যাকাত দেওয়ার তৌফিক আছে তাদের যাকাত আদায় করতে হবে। পারলে হজ্ব পালন করতে হবে। যুব সমাজের প্রতি তিনি বলেন, পরম করুণাময় আল্লাহ্ তা’য়ালা পবিত্র কোরআন শরীফে উল্লেখ করে বলেছেন, “শিশু কাল আর বৃদ্ধ কালের হিসাব নেওয়া হবে কম। তবে যুবক কলের হিসাবই কঠিন হবে। এর থেকে প্রতিয়মান হয় যে, আল্লাহ্র নিকট যৌবন কালটাকে ওয়ার্কফ করে দেওয়া লাগবে।” কুলখানী অনুষ্ঠানে দোয়ার মাহফিলে মোনাজাত পরিচালনা করেন, বহরপুর নূরানী মাদ্রাসার মহতামীম মোঃ মফিজুল ইসলাম।
কুলখানী অনুষ্ঠানে বন্ধু মোঃ রেজাউল ইসলাম, মোঃ আব্দুল খালেক, মোঃ শাহজাহান মন্ডল, মোঃ নুরুল ইসলাম, মোশাররফ হোসেন, মোঃ আনোয়ারুল ইসলাম নিরু, মোঃ তারেক বিশ্বাস, এস,এম হেলাল খন্দকার, মোঃ আবুল কালাম আজাদ ( কালু ), আবু বক্কার সিদ্দিক, মোঃ নুরুল ইসলাম নুরু, মোঃ খন্দকার বকুল এবং সার্বিক সহযোগীতা করেন মেসার্স মন্ডল ডেকরেটরের সত্ত্বাধিকারী মোঃ ফিরোজ মন্ডল প্রমূখ।
উল্লেখ্য, গত ২১ আগষ্ট ২০২১ইং শনিবার সকাল সাড়ে ৭ টার দিকে ফরিদপুর হার্ট ফাউন্ডেশন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। ঐদিন বিকালে বাদ আসর বহরপুর উচ্চ বিদ্যালয় মাঠে রুবাইয়াত হাসান রুবেলের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। পরে লাশ নিয়ে যাওয়া হয় তার পৈত্রিক ভিটা বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার পারিবারিক কবরস্থানে। সেখানে রাত ১টার সময় তার দাফন কাজ সম্পন্ন হয়।