Thursday, January 23, 2025

বালিয়াকান্দির বারুগ্রাম উচ্চ বিদ‍্যালয়েের ম‍্যানেজিং কমিটির নির্বাচন

মোঃ আমিরুল হক ঃ ১০ আগষ্ট বুধবার সকালে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের বারুগ্রাম উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

এই নির্বাচনে দুইটি প্যানেলে ১০ জন প্রতিদ্বন্দিতা করছেন। এরা হলেন, প্যানেলের ব্যালট নং (১) মোঃ আব্দুল আজিজ, ব্যালট নং (২) মোঃ কাসেম সেখ, ব্যালট নং (৫) মোঃ মুরাদ বিশ্বাস, ব্যালট নং (৮) হারান চন্দ্র রায় ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ব্যালট নং (১) বৃষ্টি রাণী বিশ্বাস। অপর প্যানেলের ব্যালট নং (৩} মোঃ মান্নান শেখ, ব্যালট নং (৪) মোঃ মনিরুজ্জামান রবিন, ব্যালট নং (৬) মোঃ হাতেম শেখ, ব্যালট নং (৭) সমরেন্দ্র নাথ বিশ্বাস ও সংরক্ষিত মহিলা সদস্য ব্যালট নং (২) মোছাঃ জাহানারা। বিদ্যালয়ে মোট ভোটার সংখ্যা অভিভাবক ভোটার সংখ্যা ৩২৫ জন, শিক্ষক ভোটার সংখ্যা ১৪ জন। প্রতিদ্বন্দিতা করতে এসে প্রত্যাহার করেছেন দুই জন। অভিভাবক সংরক্ষিত মহিলা সদস্য আজিরন বেগম, শিক্ষক সদস্য বিপ্লব বিশ্বাস। শিক্ষক প্রতিনিধি মোঃ আব্দুল মান্নান মোল্লা, মোঃ আমির আলী মুন্সি, মোঃ রেজাউল মোল্লা, সুইট রায়। নির্বাচনে পরিচালনা করেন প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন কা বালিয়াকানন্দি উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কাজী এজাজ কায়সার। বারুগ্রাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কনা রাণী দাস বলেন, দীর্ঘদিন পর এই বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত হলো। আজ যাঁরা নির্বাচিত হলেন, আমি তাদের নিকট আশা করবো সকলে মিলে মিশে এই প্রতিষ্ঠানটিকে সামনের দিকে এগিয়ে নিবেন। আমরা বিদ্যালয়ের শিক্ষকগণ আপনাদের সাথে থেকে ক্ষিক্ষা দিয়ে উন্নত করতে চেষ্টা করবো। বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়নে সব সময় আমরা শিক্ষকরা সচেষ্ট আমি।

নির্বাচিত সদসরা হলেন, (১) মুরাদ বিশ্বাস পেয়েছেন ১৮৯, (২} মোঃ কাসেম শ্রখ ১৭৮ ভোট, (৩) মোঃ আব্দুল আজিজ ১৬৫ ভোট, (৪) হারান চন্দ্র রায় ১৫৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। (৫) সংরক্ষিত মহিলা সদস্য বৃষ্টি রাণী বিশ্বাস ১৯৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। শিক্ষক প্রতিনিধি চারজন প্রতিদ্বন্দিতা করলে ২ জন বিজয়ী হন। এরা হলেন, মোঃ রেজাউল মোল্লা ১০ ভোট ও সুইট রায় ১০ ভোট।

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here