- বালিয়াকান্দিতে যথাযোগ্য মর্যাদায় শেখ রাসেল দিবস পালন করা হয়েছে। সোমবার সকালে বালিয়াকান্দি উপজেলা প্রশাসনের উদ্যোগে শেখ রাসেল দিবস উপলক্ষ্যে উপজেলা পরিষদ কমপ্লেক্সের সামনে নির্মিত শেখ রাসেলের প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পন করেন।
এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মোঃ আবুল কালাম আজাদ, উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভুমি) মোঃ হাসিবুল হাসান, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান মনির, মহিলা ভাইস চেয়ারম্যান খোদেজা বেগমসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পরে উপজেলা পরিষদ অডিটরিয়ামে অনুষ্ঠিত হয় সেমিনার, আলোচনা সভা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠান।