Saturday, January 11, 2025

বালিয়াকান্দি উপজেলা হেল্পলাইনের উদ্যোগে ভিক্ষুক ও অসহায় দরিদ্রদের মাঝে লেপ বিতরণ

অনলাইন গ্রুপ রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা হেল্পলাইনের উদ্যোগে শীতার্ত ভিক্ষুক ও অসহায় দরিদ্রদের মাঝে শীতবস্ত্র লেপ বিতরণ করা হয়েছে।
সোমবার সকাল ১১টায় উপজেলা শেখ রাসেল মিনি স্টেডিয়ামে এ লেপ বিতরণ অনুষ্ঠিত হয়।
বালিয়াকান্দি উপজেলা হেল্পলাইন এডমিন প্যানেলের এ্যাডমিন মোঃ আকরাম হোসেনের সভাপতিত্বে ও আব্দুর রাজ্জাকের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মোঃ আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ হাসিবুল হাসান, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান মনির, জঙ্গল ইউনিয়নের চেয়ারম্যান কল্লোল কুমার বসু। এসময় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, সাংবাদিক এস,এম রাহাত হোসেন ফারুক,এ্যাডমিন লন্ডন প্রবাসী শহিদ খন্দকার লিটন, এ্যাডমিন রজনী, এ্যাডমিন রোমানা কবির, এ্যাডমিন মেহেদী হাসান মিলন প্রমুখ। এসময় অতিথি ও নবনির্বাচিত চেয়ারম্যান ও ইউপি সদস্যদেরকে ফুলের শুভেচ্ছা জানানো হয়। পরে ৭০জন ভিক্ষুক ও অসহায় দরিদ্রদের মাঝে লেপ বিতরণ করা হয়।

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here