Monday, December 23, 2024

গোয়ালন্দে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ

  • গোয়ালন্দ (রাজবাড়ী)প্রতিনিধিঃ দেশের ব্যাস্ততম নৌরুট রাজবাড়ীর দৌলতদিয়ায় ঢাকা খুলনা মহাসড়কে ট্রাক ও বাসের মুখোমুখি সংঘর্ষে অজ্ঞাত এক মহিলা নিহত হওয়া সহ আহত প্রায় অর্ধশতাধিক। এর মধ্যে সাত আটজনের অবস্থা মারাত্মক। তাদের উন্নত চিকিৎসার জন্য জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে।

আজ মঙ্গলবার সন্ধ্যা সোয়া সাতটার দিকে দৌলোদিয়া ঘাট থেকে ছেড়ে আসা কেবি ডিলাক্স অয়ন এবং অপর দিক থেকে একটি মাছের ট্রাক ফরিদপুর নং- ০২-০০০৫ ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঘটনা স্থলেই অজ্ঞাত নামা এক মহিলার মৃত্যু ঘটে। যার পরিচয় এখনো শনাক্ত করা যায়নি।

জানাযায় দীর্ঘ যানজটের কারনে মাছের গাড়ি ডানপাশ মেরে দ্রুত গতিতে বেরোনোর চেষ্টা করলে মহা সড়কের ইমামবাড়ী শরিফের নিকট এই ঘটনা ঘটে।

এসময় গোয়ালন্দ ফায়ার সার্ভিস ও পুলিশের সহায়তায় আহতদের গোয়ালন্দ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।ট্রাকের চালকের অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাকে ফরিদপুর হাসপাতালে পাঠানো হয়েছে। আরও চারপাচ জনের অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাদেরকে বঙ্গবন্ধু সরকারি মেডিকেল কলেজে পাঠানো হয়েছে।

এসময় ঢাকা খুলনা মহাসড়ক কার্যত অকেজো হয়ে পড়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশের সহযোগিতায় বর্তমান যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে।

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here