Monday, December 23, 2024

বাস চাপায় বৃদ্ধের মৃত্যু

নিজস্ব প্রতিবেদকঃ রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক সড়কে তালতলা এলাকায় যাত্রীবাহী বাস চাপায় আফজাল হোসেন (৬৫) নামে বাইসাকেল আরোহি বৃদ্ধ নিহত হয়েছে। ১৮ই জানুয়ারি (বুধবার) সন্ধ্যা ৭টার দিকে এই ঘটনা ঘটে। নিহত আফজাল জেলার কালুখালী উপজেলার মৃগী ইউনিয়নের ঘি-বণগ্রামের মোজা জমাদ্দারের ছেলে।

জানাগেছে, নিহত আফজাল হোসেন বৃদ্ধ তালতলা এলাকার রায়হান অটো নামে একটি প্রতিষ্ঠানের নাইটগার্ড হিসেবে কাজ করতেন। তিনি বাইসাইকেল নিয়ে ওই প্রতিষ্ঠানের সামনে পৌছান। এ সময় কালুখালি থেকে রাজবাড়ীর দিকে আসা রজনীগন্ধা পরিবহণের (রাজবাড়ী – জ ১১০০:২৩)একটি বাস তাকে পেছন থেকে চাপা দেয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পাংশা হাইওয়ে থানার ওসি আসাদুজ্জামান জানিয়েছেন, খবর পেয়ে থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে এসে ওই বৃদ্ধকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসে। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করে। তারা ঘাতক বাসটি আটক করা হয়েছে বলেও জানান তিনি।

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here