উজ্জল হোসেন, পাংশা (রাজবাড়ী) : রাজবাড়ীর পাংশা উপজেলার বাহাদুরপুর ইউনিয়ন পরিষদ চত্বরে বুধবার (১ জুন) দুপুর ১২:১০ মিনিটের দিকে ” শেখ হাসিনা’র বাংলাদেশ ক্ষুধা হবে নিরুদ্দেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে ২০২১-২০২২ মে চক্রে ভিজিডির চাউল ৩০ কেজি করে ১৬০ জনের মধ্যে সুবিধা ভূগী কার্ড ধারীদের এই চাউল বিতরণ করা হয়।
ভিজিডির চাউল বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: সজিব হোসেন। প্রত্যেকের নিদ্ধারিত বস্তা ইউনিয়ন পরিষদের মাধ্যমে বুঝে নিয়ে যেতে দেখা যায় সুবিধা ভূগীদের। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সজিব হোসেন বলেন- আমি সব সময় চেষ্ঠা করে আসছি গরীব দুঃখী মানুষের মধ্যে সঠিক ভাবে বিতরণ করতে। আমার এই ইউনিয়নে সরকারের দেওয়া সকল সুবিধা সঠিক ভাবে বন্ঠন করা হয়ে থাকে। আমার ইউনিয়নের সদস্যরাও এ ব্যাপারে সজাগ দৃষ্টি রেখে চলেন।
ভিজিডি চাউল বিতরণ কালে উপস্থিত ছিলেন – মারফুদ- উল ইসলাম উপজেলা পল্লী উন্নয়ন অফিসার (ট্যাগ অফিসার) বাহাদুরপুর ইউপি, পরিষদের সচিব মো: রমজান আলী, ইউনিয়ন পরিষদের ৮নং সদস্য মো: জামরুল ইসলাম, ৬নং সদস্য ওয়াজেদ আলী (ডাব্লু) প্রমুখ।