Wednesday, January 22, 2025

বাৎসরিক আনন্দ ভ্রমণে কক্সবাজার গেলেন পাংশা প্রেসক্লাবের সদস্যরা

উজ্জল হোসেন, পাংশা : প্রচন্ড শীতকে উপেক্ষা করে প্রতি বছরের ন্যায় বাৎসরিক আনন্দ ভ্রমণে গেলেন রাজবাড়ী জেলার পাংশা প্রেসক্লাবের সদস্যরা। শনিবার (২১ ডিসেম্বর) বিকাল ৩টায় পাংশা উপজেলা পরিষদ চত্ত্বর থেকে কক্সবাজারের উদ্দেশ্যে যাত্রা করেন প্রেসক্লাবের সকল সদস্যবৃন্দ।

যাত্রাকালে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার এস,এম আবু দারদা ও উদয়পুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সামসুল আলম। যাত্রার শুরুতে উপজেলা নির্বাহী অফিসার দিক নির্দেশনামূলক নানা পরামর্শ প্রদান করেন। এছাড়াও তিনি সকল সদস্যের প্রতি আনন্দ ভ্রমণ সুন্দর ও নিরাপদ হোক এ কামনায় দোয়া ও শুভেচ্ছা জ্ঞাপন করেন।

এসময় পাংশা প্রেসক্লাবের আহ্বায়ক এম,এ জিন্নাহ আনন্দ ভ্রমণ শেষে যাতে সকলে সুস্থতার সাথে স্ব স্ব পরিবারের নিকট ফিরতে পারে তার জন্য পাংশাবাসীসহ দেশের সকল মানুষের নিকট দোয়া কামনা করেছেন। পাংশা প্রেসক্লাবের বাৎসরিক আনন্দ ভ্রমণে এবারে সঙ্গীরা হলেন, এম,এ জিন্নাহ, মাসুদ রেজা শিশির, শামীম হোসেন, সৈয়দ মেহেদী হাসান, সাকী মাহবুব, শাহীন রেজা, উজ্জল হোসেন, আলামিন হোসেন, আকাশ মাহমুদ, রাসেলুর রহমান, শরিফুল ইসলাম ও আনিস।

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here