Saturday, December 21, 2024

বিএনপি’র চেয়ারপার্সন খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার দাবীতে রাজবাড়ীতে বিক্ষোভ সমাবেশ

রাজবাড়ী প্রতিনিধি: বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার দাবীতে ও একদফা দাবীতে রাজবাড়ীতে বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

৯ই অক্টোবর (সোমবার) বেলা ১২ টায় রাজবাড়ী জেলা বিএনপির কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি ১ নং রেল গেইট হয়ে ২ নং রেল গেইট হয়ে আবার জেলা বিএনপির কার্যালয়ে এসে সমাবেশ অনুষ্ঠিত হয়।

জেলা বিএনপির আহবায়ক এ্যাড. লিয়াকত আলী বাবুর সভাপতিত্বে ববক্তব্য রাখেন, রাজবাড়ী জেলা বিএনপির সদস্য সচিব এ্যাড. কামরুল আলম, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হারুন অর রশিদ হারুন, রাজবাড়ী পৌর বিএনপির আহবায়ক মাহবুব আলম চৌধুরী দুলাল, রাজবাড়ী জেলা কৃষক দলের সদস্য সচিব একেএম সিরাজুল আলম চৌধুরী, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোস্তাফিজুর রহমান লিখন, জেলা যুবদলের সদস্য সচিব ইঞ্জিনিয়ার আমিনুর রহমান ঝন্টু, পাংশা উপজেলা বিএনপির সভাপতি চাঁদ আলী খান, কালুখালী উপজেলা বিএনপির সদস্য সচিব এ্যাড. রকিবুল ইসলাম রুমা, বালিয়াকান্দি উপজেলা বিএনপির সদস্য সচিব এস এম মিজানুর রহমান বিল্লাল, গোয়ালন্দ উপজেলা বিএনপির সভাপতি নিজাম উদ্দিন শেখ প্রমুখ।

বক্তারা বলেন, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে মুক্তি ও বিদেশে চিকিৎসার ব্যবস্থা করার দাবী জানান ।

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here