রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলায় সদ্য ঘোষিত উপজেলা বিএনপি’র কমিটি থেকে পদ বঞ্চিতরা সংবাদ সন্মেলন করেছে। ২৬ শে অক্টোবর বেলা ১১ টায় গোয়ালন্দ প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা বিএনপি’র আগের কমিটির আহ্বায়ক সুলতান নুর ইসলাম মুন্নু।
তিনি তার বক্তব্যে বলেন,দেশে একের পর এক ভয়াবহ রাজনৈতিক সঙ্কট চলছে। বিএনপির নেতৃত্বে চলছে বাক, ব্যক্তি স্বাধীনতা, মৌলিক অধিকার ও নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আগামী জাতীয় সংসদ নির্বাচনের লক্ষ্যে ভোটের অধিকার রক্ষার সংগ্রাম একই সঙ্গে আমরা চলমান রেখেছি বিভিন্ন ইউনিট পূর্ণ গঠন এবং শক্তিশালীকরণের কাজ।সাম্প্রতিক সময়ে আমরা গভীর বেদনার সঙ্গে লক্ষ্য করছি যে একটি কুচক্র মহল শাসকগোষ্ঠীর সাথে আতাত করে আমাদের প্রাণ প্রিয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সম্মান ক্ষুন্ন করার প্রয়াসে লিপ্ত রয়েছে।সাম্প্রতিক গোয়ালন্দ উপজেলা বিএনপি’র একটি আহ্বায়ক কমিটি করা হয়েছে বলে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণা চালানো হচ্ছে । দীর্ঘদিন যাবৎ গোয়ালন্দ উপজেলায় চারটি ইউনিয়ন ও পৌরসভায় নয়টি ওয়ার্ডের সকল রাজনৈতিক কর্মকাণ্ড আমাদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে পরিচালিত হয়ে আসছে। নেতা-কর্মীদের সাথে কোন রূপ আলোচনা ছাড়াই কোন কর্মীসভা বর্ধিত সভার না করে সকল তৃণমুল নেতাকর্মীদের দাবি দাওয়া উপেক্ষা করে এহেন অগণতান্ত্রিক আহ্বায়ক কমিটি গঠনের ঘৃণ্য প্রয়াস কে আমরা তীব্র নিন্দা জানাই। সেই সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে এই অবৈধ কমিটি বাতিলের দাবি জানাই।
তিনি আরো দাবি করেন সদ্য ঘোষিত উপজেলা বিএনপি’র কমিটি নাকি ৩ লক্ষ টাকার বিনিময় করা হয়েছে।
এ ব্যাপারে সদ্যঘোষিত উপজেলা বিএনপি’র সদস্য সচিব মোশারফের কাছে জানতে চাইলে তিনি জানান, বিএনপি একটি বড় দল এই দলে হাজার হাজার নেতা, লক্ষ লক্ষ কর্মী দলের সকল সিদ্ধান্তে সবার মতানৈক্য না হওয়াটা অস্বাভাবিক কোন বিষয় না।তবে আমাদের সবার আদর্শ ও লক্ষ্য এক এবং অভিন্ন সমস্ত প্রতিকূলতা কাটিয়ে ঐক্যবদ্ধ থেকে এগিয়ে যাবে বাংলাদেশের সর্ববৃহৎ এই দলটি।