Monday, December 23, 2024

বিএমএসএফ শরীয়তপুর জেলা শাখা পূণর্গঠণ: ফারুক সভাপতি সুজন সাধারণ সম্পাদক নির্বাচিত

শরীয়তপুর, সোমবার, ২১ মার্চ, ২০২২: বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম- বিএমএসএফের শরীয়তপুর জেলা শাখা পূণর্গঠণ করা হয়েছে। সোমবার দুপুর ১২ টায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালে যুক্ত হয়ে বিএমএসএফ প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর ৭১ সদস্য বিশিষ্ট শরীয়তপুর জেলা কমিটি ঘোষণা করেন।

এসময় তিনি তার বক্তব্যে বলেন, বিএমএসএফ সদস্যরা কারো রক্তচক্ষুকে ভয় পায়না তাই কোন অপরাধীকে সংগঠনের পদেও রাখেনা। সংগঠনকে ঢেলে সাজাতে রাক্ষুসে সাংবাদিকমুক্ত বিএমএসএফ গড়ে তুলতে চেষ্টা অব্যাহত রয়েছে।

সভায় সভাপতিত্ব করেন শরীয়তপুর জেলার সভাপতি ফারুক আহমেদ মোল্লা। বিশেষ অতিথি ছিলেন ট্রাস্টি বোর্ড সদস্য রফিকুল ইসলাম মমীরপুরী, কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক শিবলী সাদিক খান ও আবুল খায়ের খান, সহ-সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, নারী সম্পাদক সানজিদা আক্তার, সদস্য শাওন বাঁধন প্রমুখ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শাহীন আলম, এবিএম মামুন, জিকে সানজিদ প্রমুখ।

কমিটিতে সভাপতি মোঃ ফারুক আহম্মেদ মোল্যা দৈনিক আজকের সংবাদ, সাধারণ সম্পাদক সোহাগ খান সুজন দৈনিক আজকের পত্রিকা,সহ-সভাপতি এ বি এম মামুন মাইটিভি,নজরুল শেখ দৈনিক প্রভাতি খবর,শফিকুল ইসলাম সোহেল দৈনিক আমার সংবাদ, শহীদুল ইসলাম রানা দৈনিক আমার সংবাদ, ফারুক হোসেন দৈনিক আমার সময়, মহসিন রেজা অপরাধ বার্তা, শাহাদাত হোসেন খান দৈনিক সকালের সময়, আবুল কালাম আজাদ দৈনিক আজকের প্রভাত, নাসির খান সিএনএস২৪, তানভীর আহমেদ সাগর দৈনিক আলোকিত শরীয়তপুর, নাজমুল হাসান দৈনিক যায়যায় দিন।

যুগ্ম সাধারণ সম্পাদক রুপক চক্রবর্তী দৈনিক আমার সংবাদ,শাহিন আলম দি ডেইলী মর্নিং গ্লোরী, শাহাদাত হোসেন হিরু দৈনিক যায়যায়দিন, জিয়াউল হক টিটু স্বাধীন নিউজ, মো: ইমরান হোসেন দৈনিক আজকের পত্রিকা, আমান আহম্মেদ সজীব দৈনিক স্বাধীন বাংলা, শাওন বেপারী হৃদয়ে শরীয়তপুর। সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন দৈনিক দেশবার্তা, মো: কালাম সরদার দৈনিক যায়যায়দিন, শাহেদ আহম্মেদ দৈনিক সরেজমিন, সোহাগ দৈনিক গণমুক্তি, ওবায়দুর রহমান সাইদ দৈনিক লাখোকণ্ঠ, নূর আলম দৈনিক মাতৃভূমির খবর।সহ-সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম চ্যানেল এস, আক্তার হোসেন মোল্লা দৈনিক রুদ্রবাংলা, সুমন খন্দকার কিউটিভি বাংলা, সোহেল রানা, মহিউদ্দীন খান দৈনিক বাংলাদেশ সমাচার,সানজিদ মাহমুদ সুমন।

কোষাধ্যক্ষ আমির হোসেন সিকদার দৈনিক জনতার বাংলা। দপ্তর সম্পাদক টিটুল মোল্লা দৈনিক দেশবার্তা। প্রচার ও প্রকাশনা সম্পাদক জি কে সানজিদ দৈনিক আলোকিত সকাল। আইন বিষয়ক সম্পাদক এ্যাড. শফিকুল ইসলাম রাজিব বিশেষ প্রতিনিধি দৈনিক দেশবার্তা। মানবাধিকার বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন বাবু সিকদার দৈনিক বর্তমান দিন।

শিক্ষা ও সাহিত্য বিষয়ক সম্পাদক ইকবাল খান ন্যাশনাল বাংলা নিউজ। ধর্ম বিষয়ক সম্পাদক আব্দুল বারেক ভূইয়া দৈনিক করতোয়া। প্রযুক্তি ও আইটি বিষয়ক সম্পাদক হাসান সিকদার দেশ ২৪ নিউজ। মহিলা বিষয়ক সম্পাদক আছমা আক্তার নিউজ২৪ লাইন ডটকম। স্বাস্থ্য বিষয়ক সম্পাদক কবিরুল ইসলাম দৈনিক বর্তমান এশিয়া। সাংস্কৃতিক সম্পাদক রবিউল আলম রাব্বি দ্যা ডেইলী গ্লোবালন্যাশন। ক্রীড়া সম্পাদক সাদ্দাম হোসেন দৈনিক জনতার বাংলা। সদস্য সাইফ রুদাদ দৈনিক বাংলাদেশের আলো, শফিকুল ইসলাম স্বপন দৈনিক সময়ের আলো আলমগীর হোসেন আলম দৈনিক মানবজমিন, মাশহুর খান দৈনিক বিজয় বাংলাদেশ, আবু তালেব ঢালী,রুবেল কাজী,নূরে আলম বেপারী,মাসুদ পারভেজ,মেহেদী হাসান হৃদয়,হারুন অর রশিদ, আলমগীর হোসেন,টি এম গোলাম মোস্তফা,নাসির মাদবর, সাইফুল ইসলাম,সিয়াম,জাহিদুল ইসলাম , মেহেদী হাসান ভুট্রু,মো: আরিফ হোসেন,রুবেল হাওলাদার,পান্না খান,সুমন আহম্মেদ,রতন মোড়ল, সাইদ আকন,মোঃ শফিকুল,ওসমান গনি।

নেতৃবৃন্দ বিএমএসএফ ঘোষিত ১৪ দফা দাবি বাস্তবায়নে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here