Monday, December 30, 2024

বিএমএসএফ’র কেন্দ্রীয় কার্যালয়ে চুরি

স্টাফ রিপোর্টারঃ বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের নয়াপল্টনস্থ ১০৪ চতুর্থ তলার কেন্দ্রীয় কার্যালয়ের দরজার তালা কেটে চুরি সংগঠিত হয়েছে। চোরেরা নগদ টাকা, ল্যাপটপ, ক্যামেরা, মোবাইল সহ গুরুত্বপূর্ণ কাগজপত্র তছনছ করে নিয়ে যায়।

এ ব্যাপারে পল্টন থানায় লিখিত অভিযোগ করা হবে। আজ বুধবার ৫জুন দুপুর ১২টা থেকে চারটার মধ্যে এ চুরির ঘটনা ঘটে।

বিএমএসএফ’র কেন্দ্রীয় কমিটির উপ-দপ্তর সম্পাদক মোস্তাফিজ মিরাজ জানিয়েছেন, বুধবার দুপুরে অফিসের বাইরে গেলে চোরেরা গেটের তালা কেটে ভেতরে ঢুকে নগদ ১৬ হাজার টাকা সহ গুরুত্বপূর্ণ কাগজপত্র তছনছ করে নিয়ে যায়।

সংগঠনের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও কেন্দ্রীয় সভাপতি আহমেদ আবু জাফর জানান, আমি ঢাকার বাইরে আছি। চোরেরা কি ধরনের ক্ষয়ক্ষতি করেছে তা এখনো নিরুপন করা সম্ভব হচ্ছেনা। তবে এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ করা হবে।

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here