Wednesday, January 22, 2025

বিএমএসএফ’র ৫ম কেন্দ্রীয় কাউন্সিল  ১৫ মার্চ

ঢাকা, বৃহস্পতিবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২২ খ্রী: বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম-বিএমএসএফ’র কেন্দ্রীয় ৫ম কাউন্সিল ১৫ মার্চ অনুষ্ঠিত হবে বলে জানালেন সংগঠনের প্রতিষ্ঠাতা, ট্টাষ্টি ও জাতীয় পরিষদের প্রধান সমন্বয়ক আহমেদ আবু জাফর।
তিনি বুধবার ১৭ ফেব্রুয়ারী সন্ধ্যা ৭টায় পুরানাপল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে ফেসবুক লাইভ ভিডিও বার্তায় এ ঘোষণা দেন।

এ কাউন্সিলে সারাদেশের বিএমএসএফ’র সকল শাখা কমিটি থেকে ভোটাররা ভোট দিতে পারবেন। কাউন্সিল অনুষ্ঠানের জন্য নির্বাচন কমিশনসহ বিভিন্ন সাব-কমিটি আগামী তিনদিনের মধ্যে ঘোষণা করা হবে বলে তিনি জানান।

সংগঠনের সকল পর্যায়ের নেতৃবৃন্দকে বিএমএসএফ’র কাউন্সিল সফল করতে আহবান জানান।

এদিকে সরকার সারাদেশের পেশাদার সাংবাদিকদের তালিকা প্রণয়নের কাজ শুরু করায় মাননীয় প্রধানমন্ত্রী এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রীকে স্বাগত জানিয়ে ১৮ ফেব্রুয়ারি আনন্দ র্যালী সফল করতে সকল শাখা এবং সাংবাদিকদের প্রতি অনুরোধ জানান।

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here