Thursday, January 23, 2025

বিজিপির মুখপাত্র নুপুর শার্মার ফাঁসির দাবীতে বিক্ষোভ মিছিল

মোজাম্মেল হক, গোয়ালন্দ: ভারতের বিজিপির মুখপাত্র নুপুর শর্মা কর্তৃক মুমিনীন হয়রত আয়েশা( রা:) ও নবী রাসুলুল্লাহ্(সা:)এর শানে অবমাননাকর কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার১৭ জুন ২ টা ৩০ মিনিটের দিকে দৌলতদিয়া ঘাটের নবী প্রেমিক জনতাদের আয়োজনে দৌলতদিয়া টার্মিনাল জামে মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিল বেড় হয়ে বাজার ক্যানালঘাট,টার্মিনাল ঘুরে এসে নৌ পুলিশ ফাঁড়ি সামনে এসে বিক্ষোভ মিছিল টি শেষ হয়।

এ সময় বক্তরা বলেন, আমরা ভারতের বিজিপির মুখপাত্র নুপুর শার্মা কে ফাঁসি চাই দিতে হবে।

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here