Thursday, December 26, 2024

বিটিভির ঝালকাঠি প্রতিনিধি হিমুর মৃত্যুতে বিএমএসএফের শোক প্রকাশ

ঢাকা, শুক্রবার, ১১ মার্চ, ২০২২: ঝালকাঠির প্রবীণ সাংবাদিক, বিটিভির জেলা প্রতিনিধি হেমায়েত উদ্দিন হিমু আমাদের মাঝে আর নেই! তিনি শুক্রবার রাত ৮ টা ১০ মিনিটে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাহে….রাজেউন)। তাঁর মৃত্যুতে গভীর শোক ও শোকার্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম- বিএমএসএফ।

গণমাধ্যমে পাঠানো এক শোক বিবৃতিতে সংগঠনের প্রতিষ্ঠাতা, ট্রাস্টি ও প্রধান সমন্বয়কারী আহমেদ আবু জাফর গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেন।

হেমায়েত উদ্দিন হিমুর মৃত্যুতে স্থানীয় সাংবাদিকতা অঙ্গণে অপূরণীয় শুণ্যতার সৃষ্টি করবে। তিনি একাধারে সাংবাদিকদের প্রশিক্ষকও ছিলেন। দীঘর্ঘদিন তিনি ম্যাস লাইন মিডিয়া সেন্টার এমএমসির সাথে সম্পৃক্ত ছিলেন। তিনি দৈনিক যুগান্তরসহ বিভিন্ন মিডিয়ায় প্রায় ৩ যুগের অধিক সময় ধরে সাংবাদিকতা অঙ্গনে সম্পৃক্ত ছিলেন।

উল্লেখ্য, তিনি আজ দুপুরে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি হন। চিকিৎসারত অবস্থায় রাতে তিনি মৃতবরণ করেন। মৃত্যুকালে স্ত্রী, দুই পুত্র সন্তান রেখে গেছেন।

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here