Friday, January 24, 2025

বিট পুলিশিং উঠান বৈঠক অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধিঃ  রাজবাড়ী সদর উপজেলার বরাট ইউনিয়নের অন্তরমোর এলাকায় দুপুর ২টায় বিট পুলিশিং উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে ।

বরাট বিট একাকায় বসবাসরত সম্মানীত জনসাধারনকে মাদক,সন্ত্রাস ও বাল্য বিবাহমুক্ত একটি সুন্দর সমাজ গঠনে ভূমিকা রাখার জন্য উদ্বুদ্ধকরন ও সচেতন করতে বিট পুলিশিং উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে ।

বরাট ইউপি চেয়ারম্যান মোঃ সামসুদ্দিন আহম্মেদ সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন রাজবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ শাহাদাত হোসেন । অন্যান্যদের মধ্যে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ,বরাট ভাকলা স্কুল এন্ড কলেজের সাবেক অধ্যক্ষ শ্রী শুশীল দত্ত তাপস ,সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ মেছের আলী,ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ আরশাদ আলী সহ সমাজের বিভিন্ন স্তরের রাজনৈতিক ও শুশীল সমাজের নেতৃবৃন্দ।

বক্তারা সকলেই পরিবারে ও সমাজে সন্ত্রাস ও মাদকদ্রব্যে ব্যবহারের কুফল ও বাল্য বিবাহের বিরুদ্ধে তাঁদের মতামত তুলে ধরেন। বরাট ইউনিয়নের বিট অফিসার এস আই হিরণ কুমার বিশ্বাস সহ এ সময়  এলাকার শতাধিক বাসিন্দা উপস্থিত ছিলেন।

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here