Wednesday, December 4, 2024

বিড়াল – কুকুরের কামড়ে আহত -৮

উজ্জল হোসেন, পাংশা: রাজবাড়ীর পাংশায় পাগলা কুকুর ও বিড়ালের কামড়ে পুরুষ -মহিলা ও শিশুসহ নিউজ লেখা পর্যন্ত ৮ জন আহত হয়ে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে এসেছে।

সোমবার (২ ডিসেম্বর) সকালে উপজেলার বাবুপাড়া সুজা নগর ও শরিষা ইউনিয়নের রূপিয়াট এবং বাহাদুরপুর ইউনিয়নের গোপিনগর এলাকায় এ ঘটনা ঘটে।

আহতদের মধ্যে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন- মুকুল মিয়া, মোঃ কাশেম আলী, সুজন, মারিয়া, ফামিদা প্রমুখ।

আহতরা জানান, হঠাৎ করে একটা পাগলা কুকুর মানুষ দেখলেই কামড়াতে শুরু করে। কুকুরের কামড় থেকে বাঁচতে অনেকেই বাসা বাড়িতে গিয়ে আশ্রয় নেন। অপর দিকে বাসা বাড়ির বিড়াল গুলো ছোট শিশুদের কামড় ও আঁচড়ে ৩ জন আহত হয়েছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে এসেছে। পাংশা স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত আবাসিক মেডিকেল অফিসার ডা.মোঃ কুতুবউদ্দিন জানান, কুকুরের কামড়ে আক্রান্ত ৮ জন রোগীকে এখন পর্যন্ত আমরা চিকিৎসা দিয়েছি। যারা আহত হয়েছেন তাদের হাসপাতালে এসে চিকিৎসা নিতে হবে। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তাদের ভ্যাকসিন নিতে হবে।’

 

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here