স্টাফ রিপোর্টার: রাজবাড়ীতে বিদেশি পিস্তল ও গুলিসহ দু’জনকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী। শনিবার (১০ মে) দুপুরে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।
জানাগেছে, শুক্রবার (৯ মে) দিবাগত রাত ৩ টার দিকে উপজেলার মিজানপুর ইউনিয়নের সূর্যনগর রেলগেট বাজার এলাকার নিজ বাসা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার ব্যক্তিরা হলেন: মিজানপুর ইউনিয়নের নয়নদিয়া গ্রামের মেছের মন্ডলের ছেলে সাঈদ মন্ডল ও একই গ্রামের মৃত কাশেম মন্ডলের ছেলে সবুজ মণ্ডল।
যৌথ বাহিনী সূত্রে জানা গেছে, সাঈদ মন্ডল ও সবুজ মন্ডল সূর্যনগর এলাকার চিহ্নিত চাঁদাবাজ দলের মূল হোতা। তারা তাদের অপরাধমূলক কর্মকাণ্ড গোপন রাখার জন্য সুর্যনগর বাজারের সকল সিসিটিভি ক্যামেরা ধ্বংস করে বলে অভিযোগ রয়েছে, যা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল। শুক্রবার দিবাগত রাত ৩ টার দিকে সূর্যনগর রেলগেট বাজার এলাকার নিজ বাসা থেকে আমেরিকার তৈরি একটি পিস্তল, একটি ম্যাগাজিন, দুই রাউন্ড গুলি ও একটি চাইনিজ কুড়ালসহ তাদের গ্রেফতার করা হয়।
রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুর রহমান জানান, গ্রেফতার সাঈদ মন্ডল ও সবুজ মন্ডলের বিরুদ্ধে থানায় অস্ত্র আইনে মামলা দায়েরের পর শনিবার দুপুরে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।’