Wednesday, January 22, 2025

বিদেশে থেকে ২লাখ টাকা চুক্তিতে স্ত্রীকে হত্যা

রাজবাড়ী জার্নালঃ রাজবাড়ীর পাংশায় দুবাই প্রবাসী লিটন শেখের স্ত্রী রোজিনা ওরফে আরজিনা (৩০) হত্যার ঘটনায় মো. শিহাব শেখকে (৪৫) কে গ্রেপ্তার করেছে পাংশা মডেল থানা পুলিশ । গ্রেফতার শিহাব শেখ পাংশা উপজেলার বাজেয়াপ্ত বাগলী গ্রামের হেকমত আলী শেখের ছেলে।

শনিবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে এক বিজ্ঞপ্তির মাধ্যমে পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত রোজিনার স্বামী লিটন শেখ (৩৪) দুবাই প্রবাসী। রোজিনা তার ছেলে রাসেল শেখ (১২) ও মেয়ে রাকাকে (৬) নিয়ে পাট্টায় স্বামীর বাড়িতে থাকতেন।

গত ৮ ফেব্রুয়ারি রাতে ছেলে মেয়েরা দাদির সাথে ঘুমিয়ে ছিলো আর রোজিনা তার ঘরে ঘুমিয়েছিলো । পরে হত্যাকারীরা তাকে ডেকে নিয়ে হত্যা করে। পরে তার লাশ পাশের একটি বাঁশ বাগানে আম গাছের নিচে ফেলে পালিয়ে যায়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার শিহাব শেখ জানিয়েছেন, তারা দুই লাখ টাকার বিনিময়ে নিহতের স্বামী লিটন শেখ (৩৪) দুবাই প্রবাসীর সাথে চুক্তি করে। ঘটনার সময় হত্যাকারীরা আরজিনাকে ডেকে নিয়ে জনৈক ওসমান মোল্লার বাশবাগানের পাশে আম গাছের নিচে নিয়ে ওড়না দিয়ে গলায় ফাঁস লাগিয়ে হত্যা করে লাশ ফেলে চলে যায়।

মরদেহ উদ্ধারের ঘটনায় নিহতের বাবা কালুখালী উপজেলার কুমরীরাণী গ্রামের মো. আবজাল খাঁ (৫৪) বাদি হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে গত ১০ ফেব্রুয়ারি পাংশা থানায় মামলা দায়ের করেন। পাংশা মডেল থানার মামলা নং- ১১। মামলার পর পুলিশ পাংশা মডেল থানার এসআই দিপংকর কুন্ডু প্রযুক্তির সহায়তায় সঙ্গীয় ফোর্স সহ শুক্রবার দিনগত রাতে ২৪শে ফেব্রুয়ারি শিহাব শেখকে গ্রেপ্তার করে। ঘটনায় ৫ জনের জড়িত থাকার কথা স্বীকার করেছে আসামী শিহাব । তাদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে । প্রবাসী শেখ মুলত দ্বিতীয় বিয়ে করে। এ কারনেই প্রথম স্ত্রীকে হত্যা করা হয়েছে ।

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here