Wednesday, July 23, 2025

বিদ্যালয় থেকে দুই মাস ধরে উধাও প্রধান শিক্ষক ও নাইট গার্ড

উজ্জল হোসেন, পাংশা: রাজবাড়ীর পাংশা উপজেলার পাট্টা জোনা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শামসুল আলম ও নাইট গার্ড ইসরাইল গত দুই মাস ধরে উধাও রয়েছে। তবে এবিষয়ে নিরব ভূমিকা পালন করছে উপজেলা শিক্ষা অফিস নেননি কোন ব্যবস্থা।

যানা গেছে গত (৩মে) উপজেলার পাট্টা ইউনিয়নের যুবক রাশিদুল ইসলামকে পিটিয়ে হত্যা করে প্রতিপক্ষের লোকজন। এরপর থেকেই ঐ স্কুলের প্রধান শিক্ষক ও নাইট পলাতক রয়েছে।

অন্য দিকে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শামসুল আলমের বিরুদ্ধে রয়েছে নানা অনিয়মের অভিযোগ, বিদ্যালয়ের ইংরেজি শিক্ষক নজরুল ইসলামসহ কয়েকজন শিক্ষক কে অনৈতিক ভাবে বিদ্যালয়ের শ্রেণিকক্ষে প্রাইভেট পড়ানোর সুযোগ করে দেওয়া, সহকারী শিক্ষক পপি রানির নিবন্ধন জাল প্রমাণিত হওয়ার পরেও অনৈতিকভাবে খন্ডকালীন শিক্ষক হিসেবে বিদ্যালয়ে পাঠদানের সুযোগ করে দেওয়া সহ বিভিন্ন ধরনের অনিয়মের অভিযোগ রয়েছে।

এবিষয়ে পাট্টা জোনা উচ্চ বিদ্যালয়ে গিয়ে উপস্থিত সহকারী প্রধান শিক্ষক সহ অন্যান্য শিক্ষকদের সাথে কথা বলে জানা যায়, প্রধান শিক্ষক ও নাইট গার্ড প্রায় দুই মাসের অধিক সময় ধরে বিদ্যালয়ে আসেন না। অনুপস্থিত প্রধান শিক্ষক ও নাইট গার্ড কোন ছুটি নিয়েছে কিনা সে বিষয়েও কোন তথ্য নেই বিদ্যালয়ে।

বিদ্যালয়ে অনুপস্থিত থাকার বিষয়ে নাইট গার্ড ইসরাইলের মুঠোফোনে বারংবার ফোন দিলে তিনি রিসিভ করেননি।

পাট্টা জোনা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শামসুল আলম বলেন, আমি মাধ্যমিক শিক্ষা অফিসারের কাছ থেকে ছুটি নিয়েছি স্যারের সঙ্গে আমার প্রতিদিনই কথা হয় কাল ও আজও দেখা করে আসছি। স্কুলে প্রাইভেট পড়ানোর নিয়োম আছে বলে তিনি স্বীকার করে বলেন বিদ্যালয়ের কয়েক জন শিক্ষক প্রাইভেট পড়ান বলে জানান।

পাট্টা জোনা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শামসুল আলম বিদ্যালয়ে অনুপস্থিত থাকার বিষয়ে জানতে চাইলে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও ওই বিদ্যালয়ের সভাপতি আবুল কালাম আজাদ বলেন, আপনি আগে প্রধান শিক্ষকের সঙ্গে কথা বলেন কি বলে সেটা জানার পরে আমাকে ফোন দিয়েন এর পরে আমি বলব।

প্রধান শিক্ষকের বিষয়ে আবারও প্রশ্ন করা হলে তিনি বলেন, প্রধান শিক্ষক আমার কাছ থেকে কোন ছুটি নেয়নি। তার বিরুদ্ধে কোন ব্যবস্থা গ্রহণ করেছেন কিনা জানতে চাইলে তিনি জানান ব্যবস্থা গ্রহণের বিষয় প্রক্রিয়াধীন রয়েছে।

 

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here