Tuesday, November 19, 2024

বিনামূল্যে উন্নত জাতের ধান বীজ ও সার বিতরণের শুভ উদ্বোধন

এস,এম রাহাত হোসেন ফারুকঃ রাজবাড়ীর বালিকান্দি উপজেলার ৭টি ইউনিয়নে ২০২৩-২৪ অর্থ বছরে প্রণোদনার কর্মসূচির আওতায়, খরিপ, ২০২৪-২৫ মৌসুমে রুপা আমন ধানের, উফশী জাতের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক আট শতাধিক কৃষক, কৃষাণির মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়।

রোববার (৩০ জুন) বেলা ১১ টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে,উপজেলা অডিটোরিয়াম হল রুমে, উপজেলা নির্বাহী অফিসার কাবেরী রায় এর সভাপতিত্বে, বিনামূল্যে পাঁচ কেজি উন্নত, উফশী জাতের ধান বীজ, দশ কেজি এম ও পি,দশ কেজি ডি এ পি, সার বিতরণের শুভ উদ্বোধন করেন, নবনির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান এহসানুল হাকিম সাধন।

উদ্বোধনী অনুষ্ঠানে কৃষকদের উদ্দেশ্য বক্তারা বলেন, দেশ স্বাধীনের পরে আমদের দেশে প্রায় ৭কোটি মানুষ ছিল তখন অন্য দেশ থেকে খাদ্য সংগ্রহ করতে হতো এখন আমাদের দেশে প্রায় ১৮ কোটি মানুষ থাকার পরেও খাদ্যের অভাব হয় না, কারণ আমাদের সরকার কৃষি গভেশনার মাধ্যমে উন্নত জাতের বীজ উৎপাদন করেছেন, যার ফলে কৃষকরা অধিক ফসল উৎপাদন করছে, কৃষকদের পরিশ্রমের কারণে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান (মনির) মহিলা ভাইস চেয়ারম্যান খোদেজা বেগম, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম এ হান্নান মোল্লা, বালিয়াকান্দি সদর ইউপি চেয়ারম্যান আলমগীর বিশ্বাস (আলম) জামালপুর ইউপি চেয়ারম্যান এ কে এম ফরিদ হোসেন (বাবু) নবাবপুর ইউপি চেয়ারম্যান মোঃবাদশা আলমগীর, জঙ্গল ইউপি চেয়ারম্যান কল্লোল কুমার বসু, কৃষি কর্মকর্তাগন ও উপজেলার ৭টি ইউনিয়নের কৃষক, কৃষাণী।’

 

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here