Wednesday, December 25, 2024

বিভিন্ন উপকরণ সামগ্রী বিতরণ করলেন- এমপি কাজী কেরামত আলী

রাজবাড়ী জার্নাল ডেস্ক: বিভিন্ন স্কুলে ফাইল কেবিনেট, অসহায়, দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন ও নদী ভাঙনের শিকার মানুষের মাঝে টিন বিতরণ করা হয়েছে।

১৯শে সেপ্টেম্বর (মঙ্গলবার) সকালে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার মডেল মসজিদ ও সাংস্কৃতিক মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে রাজবাড়ী-১ আসনের এমপি আলহাজ্ব কাজী কেরামত আলী উপকারভোগীদের হাতে উপকরন তুলে দেন । ২০২২-২৩ অর্থ বছরের সংশোধিত বাজেটের ইউনিয়ন পরিষদ উন্নয়ন সহায়তা খাতের বরাদ্দ থেকে উপকরন সামগ্রী প্রদান করা হয় ।

গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. মোস্তফা মুন্সি, গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার ফারসিন তারান্নুম হক, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. আসাদুজ্জামান চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. নার্গিস পারভীনসহ বিভিন্ন দপ্তরের কর্ম কর্তাগণ ।’

 

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here