Sunday, December 22, 2024

বিয়ের আগেরদিন ট্রাক চাপায় প্রান গেলো দুই ভাইয়ের

রাজবাড়ী জার্নাল:  রাজবাড়ীতে ট্রাকচাপায় দুই ভাই নিহত হয়েছেন। গতকাল দিনগত বুধবার রাত সারে ১২টার দিকে রাজবাড়ীর মোকবুলের দোকান এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন- রাজবাড়ী সদর থানার খানখানাপুর ইউনিয়নের কদমতলা গ্রামের মোকছেদ আলী সরদারের ছেলে মনিরুল ইসলাম ওরফে মমিন (৩২) ও সাইফুল ইসলাম ওরফে সুমন (২৭)।

স্থানীয় সূত্রে জানাগেছে , ঢাকার একটি পোশাক কারখানায় কাজ করতেন বড়ভাই মোমিন। সেখান থেকে ছোট ভাই সুমনের বিয়ের অনুষ্ঠান উপলক্ষে বাড়ি আসছিলেন তিনি। রাতে গোয়ালন্দ ঘাট থেকে বড়ভাইকে নিয়ে মোটরসাইকেলে বাড়ির উদ্দেশে রওনা হন সুমন। পথে মোকবুলের দোকান এলাকায় পৌঁছালে একটি ট্রাকচাপায় দুই ভাই নিহত হন।

রাজবাড়ীর আহলাদীপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হালিম বলেন, দুই ভাইয়ের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ট্রাকটি জব্দ করা হয়েছে, চালক ও হেলপার পালিয়ে গেছে । ‘

 

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here