Wednesday, January 22, 2025

বিশৃঙ্খলা ঠেকাতে নগরীতে নজরদারি জোরদার করেছে র‌্যাব

ঢাকা : র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে আগামীকাল অনুষ্ঠিতব্য আওয়ামী লীগ ও বিএনপির সমাবেশকে সামনে রেখে রাজধানীতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে।

আজ র‌্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামীকাল রাজনৈতিক সমাবেশের আগে জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত এবং ভাংচুর প্রতিরোধ করতে রাজধানীতে দেড় হাজারের বেশি র‌্যাব সদস্য মোতায়েন করা হয়েছে।

এতে বলা হয়, এলিট এন্টি ক্রাইম ফোর্স-২ রাজধানীর মোহাম্মদপুর, আদাবর, ধানমন্ডি, কলাবাগা ন, নিউমার্কেট, হাজারীবাগ, শেরেবাংলা নগর, তেজগাঁও ও তেজগাঁও শিল্পাঞ্চল এলাকাগুলোতে টহল দেয়ার জন্য পিকআপ ও মোটরসাইকেল মোতায়েন করেছে।

এসব এলাকায় নিরাপত্তা জোরদার করতে র‌্যাব সদস্যদের টহল বাড়ানো হয়েছে এবং নজরদারির জন্য সাদা পোশাকের কর্মকর্তাদের মোতায়েন করা হয়েছে।

আরও সংবাদ: https://tinyurl.com/38y82pus

 

সূত্রঃ ২৭ অক্টোবর, ২০২৩ (বাসস)

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here