Monday, December 23, 2024

বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা

নিজস্ব প্রতিবেদকঃ
‘তামাক নয়, খাদ্য ফলান’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে গতকাল ৩১শে মে রাজবাড়ীতে জেলা প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত হয়েছে।

দিবসটি পালন উপলক্ষে সকালে জেলা প্রশাসকের আম্রকানন চত্ত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালী শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে ফিরে আসে। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দিবসটি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ সোহাগ হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক আবু কায়সার খান।

এ সময় বিশেষ অতিথি হিসেবে রাজবাড়ীর সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ ইব্রাহিম টিটন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইফতেখারুজ্জামান, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান এডঃ ইমদাদুল হক বিশ্বাস ও জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি হেদায়েত আলী সোহরাব প্রমুখ বক্তব্য রাখেন।
রাজবাড়ী’র ৫টি উপজেলায় দিবসটি পালন করা হয়েছে ।

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here