নিজস্ব প্রতিবেদকঃ ‘হাতের পরিচ্ছন্নতায় এসো সবে এক হই’ বর্জ্যের পরিশোধন নিশ্চিত হবে টেকসই স্যানিটেশন’ প্রতিপাদ্যে জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর ও বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে রাজবাড়ীতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে । আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আবু কায়সার খান, সিভিল সার্জন ডা.ইব্রাহিম টিটন, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সালাউদ্দিন আহমেদ, জনস্বাস্থ্য প্রকৌশলী নাদিয়া ফেরদৌস প্রমুখ।
রাজবাড়ী জেলা প্রশাসন ও জনস্বাস্থ্য অধিদফতরের আয়োজনে ২৬শে অক্টোবর সকাল সারে ৮ টায় বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে রাজবাড়ী শহরের ইয়াছিন উচ্চ বিদ্যালয়ে আলোচনা সভায় শিক্ষার্থীদের কাছে বক্তারা হাত ধোয়ার উপর গুরুত্ব আরোপ করে পরিচ্ছন্নতার উপর বক্তব্য রাখেন।
এ সময় রাজবাড়ী জনস্বাস্থ্য অধিদফতরের মেকারনিক আজগর আলী শিক্ষার্থীদের হাত ধোয়ার কৌশল ব্যাবহারিক ভাবে বুঝিয়ে দেন।
আলোচনা অনুষ্ঠান শেষে ইয়াছিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইকবাল হোসেনের নিকট স্যানিটাইজার বিতরণ করা হয় ।