Sunday, November 17, 2024

বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে রাজবাড়ীতে আলোচনা সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদকঃ ‘হাতের পরিচ্ছন্নতায় এসো সবে এক হই’ বর্জ্যের পরিশোধন নিশ্চিত হবে টেকসই স্যানিটেশন’ প্রতিপাদ্যে জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর ও বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে রাজবাড়ীতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে । আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আবু কায়সার খান, সিভিল সার্জন ডা.ইব্রাহিম টিটন, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সালাউদ্দিন আহমেদ, জনস্বাস্থ্য প্রকৌশলী নাদিয়া ফেরদৌস প্রমুখ।

রাজবাড়ী জেলা প্রশাসন ও জনস্বাস্থ্য অধিদফতরের আয়োজনে ২৬শে অক্টোবর সকাল সারে ৮ টায় বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে রাজবাড়ী শহরের ইয়াছিন উচ্চ বিদ্যালয়ে আলোচনা সভায় শিক্ষার্থীদের কাছে বক্তারা হাত ধোয়ার উপর গুরুত্ব আরোপ করে পরিচ্ছন্নতার উপর বক্তব্য রাখেন।

এ সময় রাজবাড়ী জনস্বাস্থ্য অধিদফতরের মেকারনিক আজগর আলী শিক্ষার্থীদের হাত ধোয়ার কৌশল ব্যাবহারিক ভাবে বুঝিয়ে দেন।

আলোচনা অনুষ্ঠান শেষে ইয়াছিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইকবাল হোসেনের নিকট স্যানিটাইজার বিতরণ করা হয় ।

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here