উজ্জল হোসেন, পাংশা: রাজবাড়ীর পাংশা বাহাদুরপুর ইউপির বাহাদুরপুর বাজারে একটি চলন্ত মাইক্রোবাসে আগুন লাগার ঘটনা ঘটে।
শুক্রবার (৩০ সেপ্টেম্বর) দুপুর ১২:১০ মিনিটের দিকে পাংশা উপজেলার বাহাদুরপুর বাজারের মাঝ খানে এ ঘটনা ঘটে। ঢাকা মেট্রো-চ -১১৮৯৫৯ নাম্বার গাড়িতে ঘটনাটি ঘটে। এসময় ডাইভার কাশেম “রাজবাড়ী জার্নাল”কে বলেন, গাড়ির ভিতরে থাকা ব্যাটারির তার থেকে সট সার্কিট এর মাধ্যমে ঘটনাটি ঘটে।
যদি বাজারের দোকানদারগণ হাত মেরে দ্রুত মাইক্রোবাসটি থামানোর ব্যবস্থা না করতেন তাহলে অনেক বড় ধরনের ক্ষতি হতো। এক পর্যায়ে গাড়ির ভিতরে থাকা ১৫ জন যাত্রী দ্রুত নেমে প্রাণে বেঁচে যান, এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তিনি আরো বলেন, গাড়িটি রাজবাড়ী বেলগাছি থেকে বউ আনার জন্য বাহাদুরপুর কালিতলা যাওয়ার উদ্দেশ্য রওনা হয়েছিলাম। কিন্তুু কালিতলা পাওয়ার আগেই এই দূর্ঘটনা ঘটে। প্রায় আধা ঘণ্টায় বাজারের দোকানদারদের চেষ্টায় গাড়ির আগুন নেভানো হয়। গাড়ির ভিতরে থাকা ব্যাটারির সাথের তারের কিছু অংশ পুরে যায়। এতে গাড়ির তেমন কোন ক্ষতি হয়নি।