Tuesday, January 21, 2025

বৃদ্ধের মরদেহ উদ্ধার

গোয়ালন্দ সংবাদদাতা:  রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া লঞ্চ ঘাট এলাকা থেকে মনোয়ার (৭০) নামে এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ। নিহত মনোয়ার রাজবাড়ী সদর থানার লক্ষীকুল এলাকার মৃত নুর বক্সের ছেলে।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানাযায়, তিনি দৌলতদিয়া লঞ্চঘাট, ফেরিঘাট সহ ঘাট এলাকায় দীর্ঘদিন থেকে ভিক্ষা করতেন এবং রাত্রি বেলা লঞ্চঘাট এলাকায় রাত্রী যাপন করতেন। অন্যান্য দিনের মতো গতকালও ভিক্ষা শেষে ঘুমিয়ে পরেন। সকাল বেলা ঘুম থেকে না উঠতে দেখে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ এসে তাকে মৃত দেখতে পেয়ে লাশ উদ্ধার করে গোয়ালন্দ ঘাট থানায় নিয়ে আসে।

গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) রাকিবুল হোসেন বলেন, মোবাইল ফোনে সংবাদ পেয়ে দ্রুত পুলিশের একটি দল সেখানে গিয়ে লাশ উদ্ধার করে গোয়ালন্দ ঘাট থানায় নিয়ে আসে। বার্ধক্য জনিত কারণে তার মৃত্যু হয়ে থাকতে পারে ধারণা করছি। তার পরিবারের লোকজনকে খবর দেয়া হয়েছে। তারা আসলে পরবর্তী ব্যাবস্থা নেওয়া হবে।’

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here