Thursday, November 21, 2024

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ আব্দুল গনির বাসায় নবাগত ডিসি

রাজবাড়ী প্রতিনিধি : রাজবাড়ী জেলা প্রশাসক হিসাবে যোগ দেয়ার দুই দিনের মাথায় কোটা সংস্কার আন্দোলনে শহীদ রাজবাড়ীর আব্দুল গনির পরিবারেরর সাথে দেখা করলেন ডিসি মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।

মঙ্গলবার(৫ই নভেম্বর) সকালে তিনি রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর নতুন বাজার এলাকায় আব্দুল গণির নিজ বাড়িতে গিয়ে শহীদের বিধবা স্ত্রী লাকী আক্তার, শিশু সন্তান জান্নাত আক্তারের জন্য নতুন পোশাক উপহার দেন।

এছাড়া পরিবারের সদস্যদের জন্য নিয়ে যান বিভিন্ন ধরনের সুস্বাদু ফল ও নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী।

জেলা প্রশাসককে নিজ বাড়িতে দেখে আবেগে আপ্লুত হয়ে যান শহীদের স্ত্রী লাকি ও মেয়ে জান্নাত।

গত ১৯ জুলাই গুলশান-২ নম্বর শাহজাদপুর বাঁশতলা হয়ে আব্দুল গণি শেখ তাঁর কর্মস্থল সিক্সসিজন নামক আবাসিক হোটেলে যাচ্ছিলো। এ সময় কোটা সংস্কারের দাবিতে চলমান আন্দোলনের মধ্যে পড়ে যায়। তখন আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটলে তিনি গুলিবিদ্ধ হয়ে শহীদ হন।

শহীদ আব্দুল গণি রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর ইউনিয়নের নতুন বাজার এলাকার আব্দুল মজিদ শেখের ছেলে।

এ সময় জেলা প্রশাসকের সাথে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সিদ্ধার্থ ভৌমিক, রাজবাড়ী সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ রবিউল আলম, নেজারত ডেপুটি কালেক্টর নাহিদ আহমেদ এবং সহকারী কমিশনার অংকন পাল প্রমুখ।

উল্লেখ্য ৩ রা নভেম্বর রাজবাড়ী জেলার নতুন জেলা প্রশাসক হিসা‌বে দা‌য়িত্ব গ্রহণ ক‌রে‌ছিলেন জা‌হিদুল ইসলাম ।

এর আগে গত ৩০ অক্টোবর জনপ্রশাসন মন্ত্রণাল‌য়ের মাঠ প্রশাসন ২ এর এক প্রজ্ঞাপ‌নে নৌ পরিবহন মন্ত্রনালয়ের উপ সচিব জাহিদুল ইসলামকে রাজবাড়ী জেলার ডিসি হিসেবে নিয়োগ দেওয়া হয়।

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here