Monday, February 10, 2025

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় যুবলীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার: রাজবাড়ী সদর উপজেলার গোয়ালন্দ মোড়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন-এ হামলার অভিযোগে খানখানাপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম সাউদ (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (৯ ফেব্রুয়ারি) রাতে রাজবাড়ী সদর থানার পুলিশ তাকে গোয়ালন্দ মোড় এলাকা থেকে গ্রেপ্তার করে। সে মিয়াপাড়া( খানখানাপুর)’র মৃত মাহাবুব হোসেনের ছেলে।

রাজবাড়ী সদর থানার তথ্য অনুযায়ী, গত বছরের ৫ আগস্ট দুপুরে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর বাঁশের লাঠি, লোহার রড, কাঠের বাটাম, ককটেল, ধারালো অস্ত্র ও আগ্নেয়াস্ত্র দিয়ে হামলা চালানো হয়। এতে কয়েকজন শিক্ষার্থী গুরুতর আহত হন এবং এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়।

উক্ত মামলার সূত্র ধরে ৯ ফেব্রুয়ারি রাত ১০টার দিকে সন্দেহভাজন আসামি মো. সাইফুল ইসলাম সাউদকে গ্রেপ্তার করা হয়। পরে রাত পৌনে ১২টার দিকে তাকে থানায় নেওয়া হয়। পুলিশের পক্ষ থেকে জানানো হয়, আসামির বিরুদ্ধে দণ্ডবিধির ১৪৩/৩০৭/৩২৩/৩২৬/৫০৬ ধারা এবং ১৯০৮ সালের বিস্ফোরক দ্রব্য আইন (Explosive Substances Act)-এর ৩/৬ ধারায় মামলা রয়েছে।

মামলার তদন্ত কর্মকর্তা সাব-ইন্সপেক্টর মো. এনায়েত শিকদার জানান, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে জেল হাজতে পাঠানোর আবেদন করা হয়েছে।

পুলিশ আরও জানিয়েছে, আন্দোলনকারীদের ওপর হামলার ঘটনায় জড়িত অন্যান্য আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here