স্টাফ রিপোর্টারঃ গাজীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ করেছে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ রাজবাড়ী পৌরশাখা।
সোমবার (১০ ফেব্রুয়ারি) বিকেল ৫টায় রাজবাড়ী প্রেসক্লাব প্রাঙ্গণে ঘন্টাব্যাপী বিক্ষোভ অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ জেলা কমিটির সাধারণ সম্পাদক ক্বারী আবু ইউসুফ।
বক্তরা বলেন, গাজীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ওপরে হামলার তীব্র নিন্দা জানাই। এ ঘটনার সুষ্ঠ তদন্ত করে হামলায় জড়িতদের অতিদ্রুত আইনের আওতায় আনতে হবে।
বিক্ষোভ মিছিল শেষে বক্তব্য রাখেন, ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ সদর উপজেলা শাখার সভাপতি মাওলানা ফরীদ ইবনে জামাল, ইসলামী ছাত্র আ”ন্দো”লন বাংলাদেশ-এর কেন্দ্রীয় শূরা সদস্য আঃ রহিম আল মাহমুদ সুমন, জেলা শাখার সভাপতি আবু রায়হান গিফারী, বাংলাদেশ মুজাহিদ কমিটির জেলা শাখার যুগ্ন সাধারন সম্পাদক হাফেজ মোঃ মাওলানা আবদুল্লাহ।’