স্টাফ রিপোর্টারঃ রাজবাড়ীতে পদ্মানদী তীরবর্তী গোদারবাজার পদ্মাপুলকে সৌন্দর্য্যবর্ধন ও প্রাকৃতিক ভারসাম্যে রক্ষায় বৃক্ষরোপণ করেছেন জেলা প্রসাসক সুলতানা আক্তার। শনিবার (১২ই জুলাই) সকাল ১০ টায় জেলা প্রশাসনের উদ্যোগে গোদারবাজার পদ্মা নদীর পারে এই বৃক্ষরোপণ করা হয়।
রাজবাড়ী শহরের উপকণ্ঠে গোদারবাজার পদ্মা পারে পর্যটন স্পটে জেলা প্রশাসনের উদ্যোগে জেলাকে ব্রান্ডিং করার জন্য ‘আই লাভ রাজবাড়ী’ লেখা সম্বলিত পদ্মাপুলক তৈরি হয়েছে। সেখানে সৌন্দর্য্যবর্ধন ও সবুজ বনায়নের জন্য কৃষ্ণচূড়া, রাধাচূড়া,জারল, কদম,নিম সহ অন্যান্য গাছের চারা রোপণ করা হয়েছে।
জেলা প্রশাসক সুলতানা আক্তার বলেন, ”গোদারবাজার পদ্মা নদীর পার রাজবাড়ী জেলার অন্যতম পর্যটন স্পট। এই পর্যটন স্পটকে আরও আধুনিকায়ন ও পর্যটকদের নানা সুযোগ সুবিধা দিতে আমরা জেলা প্রশাসন কাজ করে যাচ্ছি। এই পদ্মা নদীর পারের সৌন্দর্যবর্ধন ও সবুজ বনায়ন বেষ্টিত করার জন্য আমরা আজ এখানে বৃক্ষ রোপণ করলাম। এখানে আমরা কৃষ্ণচূড়া, রাধাচূড়া,জারল, কদমসহ অন্যান্য সিজনাল কালারফুল ফুলের গাছগুলো রোপণ করেছি। আমাদের এই আয়োজনে বৈষম্য বিরোধী ছাত্ররা ও স্থানীয়রা অংশ নিয়েছে, যাতে অনুভব করে এই জিনিস গুলো তাদের যত্ন নেওয়া উচিত। ”
বৃক্ষরোপণ কর্মসূচিতে জেলা প্রশাসক সুলতানা আক্তার, পুলিশ সুপার মোঃ কামরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শংকর চন্দ্র বৈদ্য, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ তারিফ-উল-হাসান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উছেন মে, সদর উপজেলা নির্বাহী অফিসার মারিয়া হক,সদর উপজেলা সহকারী কমিশনার(ভূমি) পায়রা চৌধুরী, এনডিসি নাহিদ আহমেদ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক মীর মাহমুদ সুজন, মুখপাত্র হাসিবুল ইসলাম শিমুল সহ জেলা প্রশাসনে সহকারী কমিশনার, জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।’