রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়নের মধুপুর গ্রামের মসজিদের সামনে থেকে ব্যাটারী চালিত ভ্যান চুরি হয়েছে।
ভ্যানের মালিক মোঃ রফিকুল ইসলাম বলেন, সোমবার যোহরের আযানের পর উপজেলার নারুয়া ইউনিয়নের মধুপুর মসজিদের সামনে ব্যাটারী চালিত ভ্যানে তালা মেরে মসজিদে নামাজ আদায় করতে প্রবেশ করি। নামাজ আদায় শেষে বাহিরে বের হয়ে দেখি আমার ভ্যান নেই। অনেক খোঁজাখুজি করেও ভ্যানটি পাওয়া যায়নি। তার উপার্জনের একমাত্র অবলম্বন ভ্যান হাতিয়ে হতাশায় ভুগছেন।
ব্যাটারী চালিত ভ্যান চুরি- উপার্জনের একমাত্র অবলম্বন হারিয়ে হতাশ
