Wednesday, December 25, 2024

বয়লার বিস্ফোরণে শ্রমিক নিহত, দগ্ধ ৩

রাজবাড়ীঃ রাজবাড়ীতে ধানের চাতালে বয়লার বিস্ফোরণে ইসমাইল শিকদার (২২) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। এ সময় দগ্ধ হয়েছেন আরও তিনজন।

সোমবার (২৫ এপ্রিল) সকাল ৯টার দিকে সদর উপজেলার শহীদওহাবপুর ইউনিয়নের ধুলদী জয়পুর গ্রামের আ. ছাত্তার মল্লিকের ধানের চাতালে এ দুর্ঘটনা ঘটে। ইসমাইল গোয়ালন্দ উপজেলার দক্ষিণ দৌলতদিয়া গ্রামের ফেলু শিকদারের ছেলে।

নিহত ইসমাইলের চাচা শহিদুল ইসলাম জানান, সকালে ছাত্তার মল্লিকের ধানের চাতালে শ্রমিকরা ধান সেদ্ধ করার কাজ করছিলেন। হঠাৎই চাতালে বিকট শব্দে বয়লার বিস্ফোরণ ঘটে। এতে বয়লারের ফুটন্ত গরম পানিতে ঝলসে ঘটনাস্থলেই চাতালের শ্রমিক ইসমাইল মারা যান এবং কুদ্দুস ও নারী শ্রমিক ভোলো বেগম গুরুতর দগ্ধ হন। একইসঙ্গে চাতালের পাশ দিয়ে হেটে যাওয়ার সময় এক ভাঙ্গারি মালের হকারও গুরুতর দগ্ধ হন। তাদেরকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রাজবাড়ী সদর থানার উপ-পরিদর্শক (এসআই) বোরহান উদ্দিন জানান, নিহত ইসমাইলের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here