Friday, December 27, 2024

ভারতে ২৪ ঘণ্টায় নতুন করে ৩১ হাজার ২২২ জনের করোনাভাইরাস সনাক্ত

ভারতে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩১ হাজার ২২২ জনের দেহে করোনাভাইরাস সংক্রমণ ধরা পড়েছে। এনিয়ে দেশটিতে কোভিড-১৯ রোগে আক্রান্ত মানুষের সংখ্যা বেড়ে মোট ৩ কোটি ৩০ লাখ ৫৮ হাজার ৮৪৩ জনে দাঁড়ালো। এদিকে বিশাল জনসংখ্যার এ দেশে চিকিৎসাধীন রোগির সংখ্যা ৪ লাখের নিচে রয়েছে। বুধবার হালনাগাদ করা কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপাত্ত থেকে এ তথ্য জানা যায়। খবর পিটিআই’র।
স্থানীয় সময় সকাল ৮ টায় হালনাগাদ করা উপাত্ত অনুযায়ী, একই সময়ে ভারতে করোনায় নতুন করে ২৯০ জনের মৃত্যু ঘটায় এ সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ লাখ ৪১ হাজার ৪২ জনে।
উপাত্ত অনুযায়ী, ভারতে করোনাভাইরাসে মৃত্যু হার ১.৩৩ শতাংশ।
মন্ত্রণালয় জানায়, ভারতে বর্তমানে চিকিৎসাধীন রোগির সংখ্যা বেড়ে ৩ লাখ ৯২ হাজার ৮৬৪ জনে দাঁড়িয়েছে। এ সংখ্যা মোট আক্রান্তের সংখ্যার মাত্র ১.১৯ শতাংশ। দেশব্যাপী কোভিড-১৯ রোগ থেকে সুস্থতার হার ৯৭.৪৮ শতাংশ।

 

বাসস’

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here