Wednesday, January 22, 2025

ভালবাসার ঋণ – তাহমিনা মুন্নী

এখন আমার আকাশ জুড়ে বৃষ্টি দুপুর দিন
তোমার কাছে রেখে ছিলাম ভালবাসার ঋণ
মুখ লুকিয়ে আকাশ কাঁদে স্বপ্ন বিভোর সেই
ওই যে কবে মন হারিয়ে আমার আমিতে নেই।
মনে কি পড়ে কবে কখন রৌদ্র দিনের খেলা
তোমার সাথে কাটত আমার সকাল দুপুর বেলা
হাজার কথার খুঁনসুটি আর ছেলেবেলার গান
তোমার সাথেই দেখেছিলাম নদীর কলতান।
এখনও আসে বৃষ্টি মূখর আকাশ ধোঁয়া জল
পাইনা খুঁজে হারিয়ে যাওয়া সেই সে শোরগোল
অনুভূতির বন্ধ দুয়ার কখন যে যায় খুলে
নিরব মনের সাতকাহনে মৃদ হাওয়া দোলে।
টাপুর টুপুর মেঘ বালিকার ঝিনিক পায়ের মল
তোমার ছোঁয়ায় ফুটেছিল আমার উৎপল
বোঝা না বোঝার সন্ধিক্ষণে আজও আসে দিন
তোমার কাছে রইল জমা ভালবাসার ঋণ।।

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here