Tuesday, December 24, 2024

আলোর দিশা’র ভিন্ন আয়োজনে ভালোবাসা দিবস পালন 

  • ভিন্ন রকম আয়োজনে ভালোবাসা দিবস পালন করেছে রাজবাড়ী’র স্বেচ্ছাসেবী সংগঠন ‘আলোর দিশা’। এ উপলক্ষ্যে গতকাল ছিল ১৪ ই ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস, দিবসটি যখন ভালোবাসারই হোক না একটু অন্যরকম, এই স্লোগান নিয়ে রাজবাড়ী জেলার স্বেচ্ছাসেবী সংগঠন “আলোর দিশা” এক ভিন্নধর্মী ভালোবাসার আয়োজন করেছে।

এ উপলক্ষে দিনটিতে একাধিক রোগীকে রক্ত দান করেছে সংগঠনের সদস্যবৃন্দ এবং রাতে অসহায় পথচারীদের মাঝে খাবার বিতরণ করে ভালোবাসা বিনিময় করে ।  তাদের একটিই উদ্দেশ্য, দিবসটি যদি ভালোবাসারই হয়, তবে ভালোবাসা বিনিময় হোক তাদের সঙ্গে ,যারা ভালবাসা বঞ্চিত ।

শুধু ভালোবাসা দিবসেই নয় এভাবেই ভালোবাসা নিয়ে কাজ করে যাচ্ছে ২০১৮ সাল থেকে, রাজবাড়ী জেলার স্বেচ্ছাসেবী সংগঠন আলোর দিশা। তারা বিভিন্ন সময় দুর্যোগ পাবনে পাশে থাকছে সমাজের ছিন্নমূল অসহায় মানুষের, রক্তদান, বস্ত্রদান, অন্নদান সহ দরিদ্র পরিবারের কন্যা বিবাহ, ছাত্র-ছাত্রীর লেখাপড়ার সহযোগিতার পাশাপাশি, বিভিন্নভাবে মানবিক কাজে অংশ নিচ্ছে এই সংগঠনটি।

অনুষ্ঠানটি পরিচালনা করেন সংগঠনের সভাপতি সাগর বিশ্বাস। এ সময় উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা প্রেসক্লাবের সভাপতি এড.খান মোঃ জহরুল হক, সাংবাদিক কবির হোসেন, সাংবাদিক রবিউল খন্দকার প্রমুখ।

স্বেচ্ছাসেবী সংগঠন ‘আলোর দিশা’র  সভাপতি সাগর বিশ্বাস বলেন আলোর দিশা একটি অরাজনৈতিক অসাম্প্রদায়িক সংগঠন, এটি মানবতার একটি অন্যতম উদাহরণ ভালোবাসায় পরিপূর্ণ পরিবার। আমাদের একটিই লক্ষ্য আমাদের সমাজের সুবিধাবঞ্চিত অসহায় মানুষের জন্য কাজ করা, তাদের পাশে দাঁড়ানো। চারটি বছর এই সংগঠনটি তাদের নিজস্ব অর্থায়নে পরিচালনা করেছেন, বিভিন্ন সামাজিক এবং মানবিক কর্মকাণ্ড। তাই এই মানবিক কাজকে আরো শক্তিশালী করতে ,এই স্বেচ্ছাসেবী তরুণ সমাজকে উৎসাহ প্রদান করতে ,তিনি আহ্বান করেন দেশের বিত্তবান মহৎ হৃদয়ের প্রতিটি মানুষকে । আমন্ত্রণ জানান আলোর দিশা পরিবারের পাশে দাঁড়ানোর জন্য ।

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here